বিদ্যালয়ের ইতিহাস

ইস্পাহানি শিল্প গোষ্ঠী ১৯৫২ সনে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার অন্তর্গত কালুরঘাট এলাকায় চিটাগাং জুট ম্যানুফ্যাকচারিং কোং লিঃ নামে একটি জুট মিল প্রতিষ্ঠা করেন, যার সংক্ষিপ্ত নাম সিজেএমসিএল। দীর্ঘদিন এই জুট মিল পাটজাত দ্রব্য উৎপাদন, বিপনন ও  বিদেশে রপ্তানী করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশাল অবদান রেখেছে। এ দেশে ইস্পাহানি শিল্প গোষ্ঠীর কার্যক্রম শুধুমাত্র শিল্প প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ ছিল না। ইস্পাহানি পরিবার হলো একটি শিক্ষা বান্ধব পরিবার। বর্তমানে চট্টগ্রাম মহানগরীতে ইস্পাহানি প্রতিষ্ঠিত ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হচ্ছে। চিটাগাং জুট ম্যানুফ্যাকচারিং কোং লিঃ তথা সিজেএমসিএল এরিয়ার মধ্যেই অত্যন্ত মনোরম ও উন্নত পরিবেশে ২টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি দাখিল মাদ্রাসা পরিচালিত হচ্ছে। জুট মিলের শ্রমিক-কর্মচারিদের সন্তানদের শিক্ষিত করার জন্য এবং অত্র এলাকার সাধারণ জনগণের সন্তানদেরও শিক্ষিত করার লক্ষ্যে ১৯৫৮ সনে ইস্পাহানি শিল্পগোষ্ঠী প্রতিষ্ঠা করেন চিটাগাং জুট ম্যানুফ্যাকচারিং উচ্চ  বিদ্যালয় (সংক্ষেপে: সি জে এম উচ্চ বিদ্যালয়)। ইস্পাহানি শিল্প গোষ্ঠীর সাবেক চেয়ারম্যান মরহুম জনাব মির্জা মেহেদী ইস্পাহানি ৩০.০৯.১৯৯৮ ইং তারিখে ১৯০৬ নং রেজিষ্ট্রি দলিল মুলে বিদ্যালয়ের নামে ২৫ শতক জমি দান করেন। ১৯৯৮ সনে বিদ্যালয়টি এমপিও ভুক্ত হয়। এমপিও ভুক্তির পূর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাসিক ৩ টাকা থেকে ৫ টাকা নাম মাত্র বেতনে উক্ত বিদ্যালয়ে লেখাপড়া করত এবং  বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী গণের বেতন, বোনাস, গ্র্যাচুইটি ইত্যাদি যাবতীয় ব্যয়ভার ইস্পাহানি কর্তৃপক্ষই বহন করতেন। বর্তমানে বিদ্যালয়ে ১৭ জন শিক্ষক/শিক্ষিকা এবং ০৬ জন কর্মচারী কর্মরত আছেন। বিদ্যালয়ে কেজি শ্রেণি হতে দশম শ্রেণি পর্যন্ত শ্রেণি কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে বিদ্যালয়ে আট শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। এস.এস.সি পরীক্ষার ফলাফল ও অন্যান্য বোর্ড পরীক্ষার ফলাফল ৯০%+। ইস্পাহানি গ্রুপের বর্তমান চেয়ারম্যান জনাব মির্জা সালমান ইস্পাহানি বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান।

Read more

বিদ্যালয়ের বৈশিষ্ট্যসমূহ :

  • সুদক্ষ, অভিজ্ঞ ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত পরিচালনা পর্ষদ।
  • উচ্চ শিক্ষিত, প্রশিক্ষণপ্রাপ্ত, অভিজ্ঞ ও সৃজনশীল শিক্ষক-শিক্ষিকা দ্বারা পাঠদানের সুব্যবস্থা।
  • বিদ্যালয়ে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান।
  • বিদ্যালয়ের সমৃদ্ধ লাইব্রেরী, উন্নত বিজ্ঞানাগার ও আধুনিক কম্পিউটার ল্যাব রয়েছে।
  • বিদ্যালয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত মাল্টিমিডিয়া ক্লাস চালু রয়েছে।
  • নিয়মিত সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা রয়েছে।
  • প্রাত্যহিক সমাবেশসহ জাতীয় ও ধর্মীয় দিবস সমূহ যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়।
মহৎ ও আদর্শ জীবন গঠনে শৃঙ্খলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিম্নোক্ত নিয়ম শৃঙ্খলা ছাত্র-ছাত্রীদের জন্য অবশ্য পালণীয়ঃ
  • স্কুলে নির্ধারিত পোশাক পরিধান করা বাধ্যতামূলক। অন্যথায় শ্রেণি কার্যক্রমে অংশ গ্রহণ করতে দেওয়া হবে না।
  • নির্দিষ্ট সময়ে নিয়মিত স্কুলে আসা।
  • সকল পরীক্ষায় যথাসময়ে অংশগ্রহণ করা।
  • শ্রেণিকক্ষ পরিস্কার পরিচ্ছন্ন রাখা ও আসবাবপত্র সংরক্ষণ করা।
  • স্কুলে অনুপস্থিত থাকলে, অনুপস্থিতি প্রতিবেদন অংশে অভিভাবকের স্বাক্ষরসহ অনুপস্থিতির কারণ লিখে দিতে হবে। অন্যথায় শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
  • ক্লাস চলাকালীন সময়ে শ্রেণি কক্ষে অভিভাবকের প্রবেশ নিষেধ।

Headmaster

C.J.M. High School

BIRTHDAY TODAY!

birthday_cake
Wishes a very happy birthday to
Nudhrat Islam Naira - ID - CJM910677
Aklima Akter Arifa - ID - CJM910324